সরকারের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ হয়ে ইউনিয়ন পর্যায়েও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা ‘লার্নিং ও আর্নিং’ কর্মসূচির মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়েছি। তাছাড়া আমাদের যুব সমাজকে উদ্ধুদ্ধকরণ করা; সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যার ফলে দেশে বসে বিদেশের কাজ করে তারাও বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বহুমুখী কর্মব্যবস্থা আমরা হাতে নিয়েছি।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন 'উপজেলা পর্যায়ের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন- সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার অবতরণকালে দুর্ঘটনা
তিনি আরও বলেন, ‘শুধু শ্রমিক না, সেই সাথে দক্ষ মানবসম্পদ বিদেশে পাঠানো, নার্সিং, প্রযুক্তিনির্ভর চাকরি অর্থ্যাৎ আইসিটি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করা; সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে... আমরা আইটি সেক্টরে প্রশিক্ষণ দিয়ে, বিশেষজ্ঞ তৈরি করে তাদের বাইরে পাঠানো বা দেশে বসে কাজ করার সুযোগ করে দিচ্ছি।’
বিডি প্রতিদিন/ফারজানা