প্রচ্ছদ ›› জাতীয়

ইউনিয়ন পর্যায়েও বৈদেশিক মুদ্রা আয় করছে ফ্রিল্যান্সাররা

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২২ ১২:৫৫:২৭ | আপডেট: ৩ years আগে
ইউনিয়ন পর্যায়েও বৈদেশিক মুদ্রা আয় করছে ফ্রিল্যান্সাররা

সরকারের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ হয়ে ইউনিয়ন পর্যায়েও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‌আমরা ‘লার্নিং ও আর্নিং’ কর্মসূচির মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়েছি। তাছাড়া আমাদের যুব সমাজকে উদ্ধুদ্ধকরণ করা; সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যার ফলে দেশে বসে বিদেশের কাজ করে তারাও বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বহুমুখী কর্মব্যবস্থা আমরা হাতে নিয়েছি।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন 'উপজেলা পর্যায়ের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন- সেনাবাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টার অবতরণকালে দুর্ঘটনা

তিনি আরও বলেন, ‘শুধু শ্রমিক না, সেই সাথে দক্ষ মানবসম্পদ বিদেশে পাঠানো, নার্সিং, প্রযুক্তিনির্ভর চাকরি অর্থ্যাৎ আইসিটি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করা; সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে... আমরা আইটি সেক্টরে প্রশিক্ষণ দিয়ে, বিশেষজ্ঞ তৈরি করে তাদের বাইরে পাঠানো বা দেশে বসে কাজ করার সুযোগ করে দিচ্ছি।’
বিডি প্রতিদিন/ফারজানা