প্রচ্ছদ ›› জাতীয়

ইজতেমায় নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৪ ১২:৪৩:২৪ | আপডেট: ১ year আগে
ইজতেমায় নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব

ইজতেমাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমের সামনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমাকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কোনো স্বার্থান্বেষী মহল যেন ইজতেমাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে দিকে র‌্যাব সতর্ক দৃষ্টি রাখছে।

র‌্যাব ডিজি বলেন, বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় র‌্যাবের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি-ছিনতাই, মাদক ও অজ্ঞান পার্টির কর্মকাণ্ড তীক্ষ্ণভাবে নজরে আছে। তাদের আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে।

যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, কামার পাড়া, উত্তরার নর্থ টাওয়ার মীরের বাজারসহ সংশ্লিষ্ট সকল পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তুরাগ নদীতে র‌্যাবের টহল, আকাশ পথে হেলিকপ্টার টহলসহ র‌্যাব স্থলে-জলে ও আকাশপথ নিরাপদ রাখতে র‌্যাব কাজ করছে।

এই বছর দুই ধাপে ৩ দিন করে ইজতেমা মোট ৬ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা অনুষ্ঠিত হবে।