পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সরকারি চ্যানেলে রেমিটেন্স (প্রবাসী আয়) প্রাপ্তিতে কিছুটা গতি এসেছে। বিদেশে থাকা বাংলাদেশিরা চলতি মাসের (জুন) প্রথম ২৩ দিনে ১ দশমিব ৭৯ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে।
পরিসংখ্যানে জানা যায়, ইতোমধ্যেই রেমিটেন্স প্রাপ্তি মে মাসের মোট পরিমাণ ছাড়িয়ে গেছে। মে মাসে মোট রেমিটেন্স প্রাপ্তি ছিল ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এই প্রবণতা অব্যাহত থাকলে, জুন মাসের শেষে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গত মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ ছিল (২ দশমিক ০২ বিলিয়ন ডলার), এপ্রিল মাসে (১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার) এবং মে মাসে (১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার)।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদ উৎসবে মানুষ বেশি খরচ করে। ঈদুল আযহা উপলক্ষে অনেক প্রবাসী তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে বাড়িতে তাদের কোরবানি (সাধারণত গবাদি পশুর কোরবানি) করেন।