প্রচ্ছদ ›› জাতীয়

ঈদযাত্রায় সড়ক-নৌ-রেলপথ দুর্ঘটনায় নিহত ৩৫৫, আহত ৬২০

নিজস্ব প্রতিবেদক
০২ মে ২০২৩ ১২:১৪:৩৪ | আপডেট: ২ years আগে
ঈদযাত্রায় সড়ক-নৌ-রেলপথ দুর্ঘটনায় নিহত ৩৫৫, আহত ৬২০
প্রতীকী ছবি

দেশে এবারের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রাপথে ১৫ দিনে ৩৪১টি দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২০ জন মানুষ।

এর মধ্যে সড়ক-মহাসড়কে ৩০৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২৮ জন আর আহত হয়েছে ৫৬৫ জন। রেলপথে ২৭টি ঘটনায় ২২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২২ জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদুল ফিতরের যাত্রায় সড়ক, রেল, নৌ-পথে সর্বমোট ৩৪১টি যানবাহন দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত এবং ৬২০ জন মানুষ আহত হয়েছেন।

তিনি জানান, এর মধ্যে ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছেন।

এছাড়া রেলপথে ২৭টি ঘটনায় ২২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২২ জন নিখোঁজ রয়েছেন।