প্রচ্ছদ ›› জাতীয়

ঈদের জামা কিনে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৩ ১১:১৭:০৭ | আপডেট: ২ years আগে
ঈদের জামা কিনে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের
সেলিম উদ্দিন ও তার ছেলে মিনহাজ উদ্দিন।

মিরসরাইয়ে ঈদের নতুন জামা কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ির মদিন উল্লাহর ছেলে সেলিম উদ্দিন (৪০) ও তার ১০ বছর বয়সী ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজ উদ্দিন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সেলিম পরিবারের জন্য বড় দারোগারহাট থেকে নতুন জামাকাপড় কিনে তার ছেলে মিনহাজকে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক ও মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দ্রুতগামী ট্রাকটি বাবা-ছেলেকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, ‘পরিবার থেকে লাশ দুটি বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। এ কারণে সুরতহাল প্রতিবেদনের পর পরিবারের কাছে লাশ দুটি বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়ি দুটি হাইওয়ে থানায় আটক রয়েছে।’