প্রচ্ছদ ›› জাতীয়

ঈদে ঢাকায় ৩ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৩ ১৬:১৫:৪৬ | আপডেট: ২ years আগে
ঈদে ঢাকায় ৩ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি গেলে মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। অথবা নিরাপদ স্থান না পেলে মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তরে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের সময় ঢাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পোশাকশ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই পরিশোধ করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। বেতন-বোনাসকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন।

ডিএমপি প্রধান বলেন, সড়কের ওপর গরুর হাট যেন বসতে না পারে, সে জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব বিষয়ে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গরুর হাট কিংবা অন্যান্য কেনাকাটায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি এড়াতে প্রতিটি হাটে থাকবে জালনোট শনাক্তকরণের মেশিন। হাটের নিরাপত্তায় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার কথা ও জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটে ইজারাদাররা গরু নিয়ে টানাটানি করতে পারবে না। কেউ এ ধরনের ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।