প্রচ্ছদ ›› জাতীয়

ঈদে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২২ ১৯:২৮:৫২ | আপডেট: ৩ years আগে
ঈদে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ঈদের সময় মহাসড়েকে মোটরসাইকেল চালানো যাবে না বলে ঘোষণা দেয়ার কয়েক দিনের মাথায় নৌপথেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণায় নৌপথে মোটরসাইকেল বহনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের ও পরের পাঁচ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ। অর্থাৎ এই ১০ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা যাবে না।

এর আগে ৩ জুলাই সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও।