প্রচ্ছদ ›› জাতীয়

উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
০১ নভেম্বর ২০২২ ২০:৫৩:৪০ | আপডেট: ২ years আগে
উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের ২৫৯ জন কর্মকর্তা।

মঙ্গলবার এ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়মানুযায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে রয়েছেন।

এছাড়া পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০ জন বিদেশে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন।