আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেয়ার কর্মসূচিতে এবার আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৫২টি উপজেলার উপকারভোগীরা এসব ঘরে উঠবেন।
এর আগে সরকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি ঘর দেওয়া হয়েছে।
তৃতীয় পর্যায়ে ৬৭ হাজার ৮০০টি ঘর দেওয়ার কাজ চলছে। এরই মধ্যে ৩২ হাজার ৯০৪টি দেওয়া হয়েছে।
আজ ২৬ হাজর ২২৯টি দেয়া হবে। পাশাপাশি ৮ হাজার ৬৬৭টি ঘর নির্মাণাধীন রয়েছে। আমাদের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধারা জানান-
চট্টগ্রাম : জেলায় আরও ৫৮৭টি পরিবার পাচ্ছে ২ শতাংশ জমিসহ ঘর। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। ডিসি বলেন, ‘মুজিবশতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প এর অধীনে
প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।
রাজশাহী : ভূমিহীন-গৃহহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিনটি উপজেলা। আজ আনুষ্ঠানিকভাবে জেলার চারঘাট, বাঘা ও মোহনপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবে সরকার। মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে ডিসি আবদুল জলিল এ তথ্য জানান।
বরিশাল : তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাকে শতভাগ ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান গত সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় আগামী ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বগুড়া : চতুর্থ দফায় বগুড়ায় ৩৫৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বিতরণ করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন বঙ্গবন্ধুকন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।
ময়মনসিংহ : জেলায় ৩য় পর্যায়ে (২য় ধাপে) ২৮৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত থেকে নান্দাইলের চরভেলামারি আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এসব তথ্য জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ও আরডিসি মো. তরিকুল ইসলাম।
কক্সবাজার : তৃতীয় পর্যায়ের কক্সবাজার জেলায় ৩৮৫টি গৃহ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
পটুয়াখালী : দশমিনা উপজেলাকে ভূমিহীনশূন্য ঘোষণা করা হয়। গত ১৯ জুলাই সকাল ১০টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক জানান, জেলার আটটি উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রথম ধাপসহ ৬ হাজার ৭৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ২১ জুলাই তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহহীনদের ঘর প্রদানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পঞ্চগড় : মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ে জেলার ৫ উপজেলায় ১ হাজার ৫৭টি পরিবার, দ্বিতীয় পর্যায়ে ১ হাজার ৩৫৯টি পরিবার এবং তৃতীয় পর্যায়ে ২ হাজার ৪৩৪টি পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়। তৃতীয় পর্যায়ে তেঁতুলিয়া উপজেলায় ৪৫০টি, সদর উপজেলায় ৬৫২টি, বোদা উপজেলায় ৩৫১টি, আটোয়ারী উপজেলায় ২১১টি এবং দেবীগঞ্জ উপজেলায় ৭৭০টি পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ২১টি ঘর উদ্বোধন হয়ে গেছে। বাকিগুলোর নির্মাণ কাজ শেষের দিকে। প্রায় ৮৫ শতাংশ কাজও শেষ হয়েছে। ২৫ জুলাইয়ের মধ্যে ঘরের কাজ সম্পন্ন হবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়কে শতভাগ গৃহায়ণ জেলা হিসেবে ঘোষণা করবেন বলে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন।
মাগুরা : মাগুরা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত সোমবার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপ) চার উপজেলায় মোট ৯৬টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে।
রাজবাড়ী : রাজবাড়ীতে ৬৪৬টি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর পরিবারগুলোর কাছে ঘরের চাবি হস্তান্তর করা হবে। গত মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আবু কায়সার খান এ তথ্য জানান।
পিরোজপুর : জেলার সাতটি উপজেলায় গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি গৃহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর।
মানিকগঞ্জ : প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সাটুরিয়ায় ঘর পাবে ৫৯টি পরিবার। গত সোমবার সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
বাগেরহাট : এবার জেলায় আরও ৫০০ ভূমি-গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হচ্ছে। আজ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংকালে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ : জেলার আরও ১৯৭টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার ৮টি উপজেলায় ১৯৭টি বসতহারা পরিবারকে সেমিপাকা এসব ঘর দেওয়া হচ্ছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এসব কথা জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল : তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার আরও ৩৪৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ পাকা ঘর। বুধবার সকালে সদর উপজেলার পাইকমুড়িল আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়–য়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টু প্রমুখ।
নাটোর : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জেলায় ৫৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির মালিকানাসহ গৃহ পেতে যাচ্ছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করবেন। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার।
নড়াইল : মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে নড়াইলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ১শত ৮০টি ঘর ও জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : জেলার আরও ১৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ঘর উপহার পাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন ডিসি এ কে এম গালিভ খান। এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জামিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ রাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান প্রমুখ।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন চট্টগ্রাম ব্যুরো থেকে তৈয়ব সুমন, রাজশাহী ব্যুরো থেকে নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুল, বরিশাল ব্যুরো থেকে আল মামুন, বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক নজরুল ইসলাম, কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিক, পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক মুজাহিদ প্রিন্স, পঞ্চগড় প্রতিনিধি নজরুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা, মাগুরা প্রতিনিধি মোখলেছুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম খান, পিরোজপুর প্রতিনিধি খালিদ আবু, বাগেরহাট প্রতিনিধি সোহাগ হাওলাদার, টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল, নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়, নাটোর প্রতিনিধি কামরুল ইসলাম, নড়াইল প্রতিনিধি এনামুল কবীর টুকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ।