প্রচ্ছদ ›› জাতীয়

ঋণের সুদে খরচ বাড়ছে সরকারের

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ২০:৪২:৫৯ | আপডেট: ২ years আগে
ঋণের সুদে খরচ বাড়ছে সরকারের

আগামী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে সরকারের ব্যয়ের ক্ষেত্রে ঋণের সুদের পরিমাণ আরও বেড়েছে।

ঘোষিত বাজেট থেকে জানা যায়, এবার পরিচালন ব্যয়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ ঋণের সুদ ধরা হয়েছে ৮২ হাজার কোটি টাকা। আর বৈদেশিক ঋণের সুদ ধরা হয়েছে ১২ হাজার ৩৮৬ কোটি টাকা। অর্থাৎ এখানে মোট ব্যয় ৯৪ হাজার ৩৮৬ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ১৪ হাজার কোটি টাকা বেশি। আর গতবারের সংশোধিত বাজেটের চেয়ে বেশি সাড়ে ৪ হাজার কোটি টাকা।

কয়েক বছরের বাজেট ঘেটে জানা যায়, ঋণের সুদে খরচ বাড়ছে সরকারের। ২০২১-২২ অর্থবছরে এ খাতে সরকারের ব্যয় ছিল ৭৭ হাজার ৭৮৯ কোটি টাকা।