প্রচ্ছদ ›› জাতীয়

একসঙ্গে ৪ সচিবের অবসর

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২২ ২১:৩৬:৩৯ | আপডেট: ২ years আগে
একসঙ্গে ৪ সচিবের অবসর

আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) অবসরে যাচ্ছেন সরকারের চারজন সচিব। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনজন সচিবের অবসরের তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে আজ পরিকল্পনা বিভাগের সচিব মো. মামুন-আল-রশিদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাসকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব সাইদুল ইসলামের অবসরের প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে তাদেরকে অবসর দেওয়া হলো। তাদের অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ০১-০১-২০২৩ থেকে ৩১-১২-২০২৩ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি. আর. এল.) মঞ্জুর করা হলো।

তারা বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়।