প্রচ্ছদ ›› জাতীয়

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৭:৪০ | আপডেট: ২ years আগে
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন যাত্রী।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনী সংলগ্ন পূর্ব পাশ্বের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। তিনি উমপাড়া পিডিএল ক্যাম্পে চাকরি করেন।

এ ঘটনায় আহত দুইজন হলেন রাতুল(১৮) উপজেলার কেয়টখালী এলাকার জসিম শেখের ছেলে এবং আহত মিনহাজ(৩৫) টাঙ্গাইল নাগরপুর উপজেলার বিহালি এলাকার সিদ্দিকুরের ছেলে বর্তমানে উমপাড়া পিডিএল ক্যাম্পে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার উমপাড়াগামী ইজিবাইকটি ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে মাওয়াগামী দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি। আহত হয় অটোতে থাকা তিনজন যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় কবলিত ইজি বাইকের ১জন যাত্রী মারা গেছেন আরও দুই চিকিৎসাধীন রয়েছে। প্রাইভেটকার আমাদের থানায় আটক আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।