প্রচ্ছদ ›› জাতীয়

এক ধাক্কায় এলপিজি গ্যাসের দাম বাড়ল ২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৭:১৮ | আপডেট: ২ years আগে
এক ধাক্কায় এলপিজি গ্যাসের দাম বাড়ল ২৬৬ টাকা

ভোক্তা পর্যায়ে দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এক ধাক্কায় ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ২৬৬ টাকা।

ফলে নতুন দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৪৯৮ টাকা। যা এতদিন ছিল ১ হাজার ২৩২ টাকা।

বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।