প্রচ্ছদ ›› জাতীয়

এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৩ ১৪:৪৩:৪২ | আপডেট: ২ years আগে
এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ইউএনবি ছবি

চলতি বছরের এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার গণভবনে সাক্ষাৎকালে তার দেশের পক্ষে প্রস্তাবটি পেশ করেন।

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে মার্চ বা এপ্রিলে তাদের দেশে সফরের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী সফরের জন্য এপ্রিল মাসকে পছন্দ করেছেন।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।