চলমান বৈশ্বিক সংকটের মধ্যে খরচ কমাতে দাপ্তরিক কাজে কাগজসহ সরঞ্জামাদির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এখন থেকে কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট এবং অপ্রয়োজনীয় প্রিন্ট পরিহারের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে এনবিআর। এতে ১৪ দফা নির্দেশনা দেয়া হয়েছে।
এনবিআর এ আদেশে বলেছে, চলমান বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ এবং জ্বালানি খাতে ২০ শতাংশ খরচ সাশ্রয়ে এই মিতব্যয়িতা চর্চার নির্দেশ দেয়া হয়েছে।