প্রচ্ছদ ›› জাতীয়

এবার ব্যাংকগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২২ ১৮:০৬:০৯ | আপডেট: ৩ years আগে
এবার ব্যাংকগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ

চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি উদ্যোগে দেশের তফসিলি ব্যাংকগুলোকে চলতি অর্থবছরের জন্য তাদের বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে বলা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়; কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলিকে তাদের জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস) এবং লুব্রিকেন্ট ব্যবহারের জন্য বরাদ্দ করা ব্যয় কমপক্ষে ২০ শতাংশ কমাতে বলেছে।

এক্ষেত্রে, ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ের মধ্যে খরচ ১০ শতাংশ এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে আরও ১০ শতাংশ কমাতে হবে।