প্রচ্ছদ ›› জাতীয়

কক্সবাজারে ভূমিধসে ৩ রোহিঙ্গার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৩ ১৮:১৬:৩৪ | আপডেট: ২ years আগে
কক্সবাজারে ভূমিধসে ৩ রোহিঙ্গার মৃত্যু
উদ্ধার কাজ পরিচালনা করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়ায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে দুইজন হলেন- রোহিঙ্গা ক্যাম্প পূর্ব-১ এর বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা মো. ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর (২০)। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, একটি পাহাড় কাটছিল রোহিঙ্গা শ্রমিকদের একটি দল। আচমকা কিছু ভারী মাটির টুকরো তাদের ওপর ধসে পড়ে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, তারা মরদেহ থানায় নিয়ে এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।