কক্সবাজারের মিয়ানমার সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার বর্তমান বাজার মূল্য দুই কোটি সাত লাখ টাকা।
রোববার এ ঘটনাটি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মো. মেহেদী হোসেন কবির।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৪ এর একটি দল রবিবার পালংখালী ইউনিয়নের বালুখালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ (মিয়ানমার) ইয়াবা উদ্ধার করেছে।
এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কমান্ডিং অফিসার।