প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের সময় কমানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের ‘বাড়ি থেকে কাজের’ বিষয়েও ভাবা হচ্ছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তৌফিক-ই-এলাহী চৌধুরী। এর আগে বিদ্যুতের কোম্পানিগুলোর সঙ্গে তার এক বৈঠক অনুষ্ঠিত হয়। তারপরই এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
দেশের চলমান বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরের আগে কাটবে না বলেও জানান তিনি।
তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, সেপ্টেম্বরের দিকে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে, তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে।
তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘জাপানের আয় আমাদের চেয়ে ২০ শতাংশ বেশি। সেখানেও লোডশেডিং হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। ব্রিটেনে, অস্ট্রেলিয়াসহ উন্নত দেশগুলোতেও লোডশেডিং হচ্ছে।’
তিনি বলেন, ‘আজ আমাদের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিলেও অনেক উন্নতি হয়েছে। যদি দাম না বাড়ত, অস্থিরতা তৈরি না হতো, তাহলে এমন পরিস্থিতি হতো না।’