প্রচ্ছদ ›› জাতীয়

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২২ ১২:০৩:৫৭ | আপডেট: ২ years আগে
করতোয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্ত শুরু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

রোববার তদন্ত কমিটি গঠনের পর থেকে কাজ শুরু করেছে কমিটি। তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় বলেন, ‘আমরা গতকালই প্রাথমিক তদন্ত শুরু করেছি। আজ আবারও ঘটনা তদন্তে কাজ শুরু করছি।’

এদিকে, নৌকাডুবির ঘটনায় গতকাল ২৬ জন ও সোমবার সকালে এক শিশুসহ আরও ৫ মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত দুই দিনে ৩১ মরদেহ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট।