প্রচ্ছদ ›› জাতীয়

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৩ ১৫:৪১:০৬ | আপডেট: ২ years আগে
কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু
(ফাইল ছবি)

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যমুনা বেগম নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া হাজতি বাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার মরণ মিয়ার স্ত্রী। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামালায় কারাগারে বন্দি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান।

তিনি জানান, হাজতি যমুনা বেগমকে গত ৫ মে নরসিংদী থেকে চিকিৎসার জন্য কাশিমপুর কারাগারে আনা হয়। তিনি মাদকদ্রব্য আইনের একটি মামলায় বন্দি ছিলেন। কাশিমপুর কারাগারে আসার পর গত ৬ মে তার অবস্থান অবনতি হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহত হাজতির পরিবারকে খবর দেওয়া হয়েছে। কারা প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।