প্রচ্ছদ ›› জাতীয়

কিছু বিশেষ খাতে ১০ বছরের কর মওকুফ: এনবিআর চেয়ারম্যান

ইউএনবি
০৭ আগস্ট ২০২২ ২১:২৮:৩৩ | আপডেট: ৩ years আগে
কিছু বিশেষ খাতে ১০ বছরের কর মওকুফ: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শিল্পের বিকাশে সহায়তা করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রোববার জাতীয় উন্নয়নে বোর্ডের অবদান তুলে ধরতে এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নীতিগত ব্যবস্থা ও কর প্রণোদনার মাধ্যমে এনবিআর দেশীয় শিল্প ও কর্মসংস্থানের প্রসারের পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ কে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, এটা অব্যাহত থাকবে। এমনকি কিছু বিশেষ খাত ১০ বছরের কর মওকুফ সুবিধাও পাচ্ছে।

বর্তমানে রাজস্ব বোর্ড আয়কর থেকে রাজস্বের ৩৩ শতাংশ, মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে ৩৮ শতাংশ এবং আমদানি শুল্ক ও আবগারি শুল্ক থেকে ২৮ শতাংশ আয় করে।

মুনিম বলেন, ‘আমরা ট্যাক্স নেট ও ভ্যাট সংগ্রহের ক্ষেত্র প্রসারের সঙ্গে সঙ্গে কোষাগারে এর জমাদান নিরীক্ষণের পরিকল্পনা করছি।’

এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআর ২২ অর্থবছরে রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে। এই অর্থবছরে আদায় হয়েছে তিন দশমিক ১৬ লাখ কোটি টাকা।

তিনি বলেন, এনবিআর রাজস্ব আহরণে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করছে। ২০২২-২৩ অর্থবছরে দেশের জিডিপির আকার ৪৪ লাখ ৪৯ হাজার ৯১৯ কোটি টাকা যা ২০০৯-১০ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার ৫৩৮ কোটি টাকার তুলনায় ৫৫৬ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য ও ঊর্ধ্বতন রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।