প্রচ্ছদ ›› জাতীয়

কৃষি উৎপাদনে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২২ ১৭:৩২:২৬ | আপডেট: ২ years আগে
কৃষি উৎপাদনে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার

রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

গত ২৬ অক্টোবর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রণোদনা দেয়া হচ্ছে।

সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।