প্রচ্ছদ ›› জাতীয়

কেরাণীগঞ্জে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৩ ১৩:০৮:৩৭ | আপডেট: ১ year আগে
কেরাণীগঞ্জে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৩

কেরাণীগঞ্জে রাসায়নিক মজুদের পদার্থের গুদামে অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টার দিকে গোদারবাগ এলাকায় আগুনের এই সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তদন্তের পর আগুন লাগার কারণ শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।