প্রচ্ছদ ›› জাতীয়

খরচ কমিয়ে বাড়ল হজ নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৩ ১৫:৪৭:৪৬ | আপডেট: ২ years আগে
খরচ কমিয়ে বাড়ল হজ নিবন্ধনের সময়

চলতি মৌসুমে চার দফা সময় বাড়ানোর পরও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কমানো হয়েছে। একইসঙ্গে হজ নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ২৭৫ টাকা। ফলে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।