খুলনা নগরীতে চায়ের দোকানে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ২নং কলোনীর সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন একটি চায়ের দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গিলাতলা এলাকার রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু(৪০), মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা(৩৮), মো. আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর(৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টায় জুয়েলের চায়ের দোকানে তিনজন চা খাচ্ছিল। এ সময় স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক এসে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, গিলাতলায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।