প্রচ্ছদ ›› জাতীয়

গর্তে মিললো নারীর হাত-পা বাঁধা লাশ

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ১৭:১৫:২১ | আপডেট: ৩ years আগে
গর্তে মিললো নারীর হাত-পা বাঁধা লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গর্ত থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে ‍পুলিশ।

সোমবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এখনও ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানান, সকাল দশটার দিকে স্থানীয় একজন গরু চড়াতে গিয়ে গর্তে ওই নারীর বিবস্ত্র মরদেহ দেখতে পান।  পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন; তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, প্রায় বিশ ফুট গভীর পরিত্যক্ত গর্তে ছিল ওই মরদেহ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডি্যোল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।