প্রচ্ছদ ›› জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৩ ১৩:৫২:৪৯ | আপডেট: ২ years আগে
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতা জনিত কারণে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

মৃত মো. নেহাল উদ্দিন(৬৫) জেলার কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় গ্রেপ্তার হয়ে বন্দি ছিলেন নেহাল উদ্দিন । রোববার রাত সোয়া ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ইউনিটে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন। তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক নেহাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

২০২২ সালের ১১ নভেম্বর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ তে হাজতি হিসেবে বন্দি ছিলেন নেহাল উদ্দিন।

আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।

আরও পড়ুন- স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন