গাজীপুরের নতুন বাজার এলাকায় এসবিএস টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের কারখানা তুলার গুদামে আগুন লেগেছে। এ ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, দুপুর পৌণে একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন শ্রীপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা। এছাড়া কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে আরো দুইটি ইউনিট পথে রয়েছে।