প্রচ্ছদ ›› জাতীয়

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেলো ৪ জনের

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২২ ১০:২৮:৫০ | আপডেট: ২ years আগে
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেলো ৪ জনের

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার তেলিপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মালেক খসরু খান জানান, বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি তিন চাকার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওই ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।