গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে কাপাসিয়ার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, আজ কিশোরগঞ্জগামী উজান-ভাটি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজেন্দ্রপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।