গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাঙ্গারি গুদামে আগুন লেগেছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেখানে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাইমাইল এলাকায় ময়লা আবর্জনায় স্তূপের পাশে মো. ছামদানী মিয়ার একটি ভাঙ্গারি (পরিত্যাক্ত মালামালের গুদাম) গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা ধারণা করছেন, গুদামের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ গুদামে গিয়ে পড়লে আগুন ধরে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, আগুন মুহূতেই গুদামে লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ভাঙ্গারি দোকানের মালামাল ও টিনশেড গুদাম পুড়ে গেছে।