প্রচ্ছদ ›› জাতীয়

গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ সচিব

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৩ ২১:১৫:৪৯ | আপডেট: ২ years আগে
গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ সচিব

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী পশুর হাট সরেজমিন পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় হাট পরিদর্শনে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মো. ইমরান হোসেন, বিডিএফএ'র সহ-সভাপতি আলী আজম রহমান শিবলী প্রমুখ।

প্রাণিসম্পদ সচিব পশুর হাটে মন্ত্রণালয়ের ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। দূরদূরান্ত থেকে আসা কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। সচিব হাটে ঘুরে ঘুরে খামারিদের সঙ্গে কথা বলেন। তিনি হাসিল ঘর ও ডিজিটাল লেনদেনের বুথ পরিদর্শন করেন।

এ সময় ড. নাহিদ রশীদ সাংবাদিকদের বলেন, কেনাকাটা বেশ জমে উঠেছে। দামও কিছুটা কম মনে হয়েছে। তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঐতিহ্যবাহী এ হাটের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করা যেত বলে মনে করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছ, ঢাকার দুই সিটি কর্পোরেশনে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ সবকিছু তদারকি করবেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ জন্য মন্ত্রণালয়ের ৯ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকায় ভেটেরিনারি মেডিকেল সেবার জন্য একটি কেন্দ্রীয় সমন্বয় টিম, পাঁচটি মনিটরিং টিম, ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ২টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল গঠন করা হয়েছে। এ সব টিম সোমবার থেকে কাজ শুরু করেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের সব হাটে প্রায় ১৭০০টির মতো চিকিৎসক দল কাজ করছে। প্রতি দলের সদস্যসংখ্যা তিন থেকে সাতজন করে।