রাজধানীর গুলশানে বিসিবির পরিচালক জালাল ইউনুস এর বাসার গৃহকর্মী নুন নাহার (২৪) এর মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
আইনি প্রকৃয়া শেষে শনিবার রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিয়ার রহমান।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কানুকা খালি গ্রামের মোতালেব মিয়ার মেয়ে নুন নাহার।
বর্তমানে গুলশান-২, ৮১ নম্বর রোডের কনকর্ড কটেজ বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করতো। এবং সেখানেই থাকতো।
পুলিশের ঐ কর্মকর্তা ঐ বাড়ির লোকজনের বরাদ দিয়ে সোহরত হাল প্রতিবেদনে উল্লেখ করেছেন।
গতরাতে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে যায়। পরে বুকে ব্যাথা অনুভব করারয়। ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে আজ বেলা সোয়া ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে মর্গে পাঠান।