প্রচ্ছদ ›› জাতীয়

গেন্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৩ ১২:৩২:১০ | আপডেট: ২ years আগে
গেন্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। সোমবার ভোরে ধোলাইখাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আসবাবপত্র ব্যবসায়ী আবুল খায়ের(৩০) এবং ফার্নিচারের দোকানের কর্মচারী সাব্বির হোসেন (২৬)। তারা যথাক্রমে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

আহত নায়েম (১৭) সামান্য আঘাত পেয়েছিলেন। তাকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৩টার দিকে দু’জন দোকান থেকে বাড়ি ফেরার সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে আবুল খায়ের ও সাব্বির হোসেন ঘটনাস্থলেই মারা যান এবং তাদের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই।