রাজধানীর মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, রামপুরা, বাসাবো, মুগদা, নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় সোমবার গ্যাসের গন্ধ পাওয়া গেছে। এতে এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাসের গন্ধের খবরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও লিখেছেন, ‘ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী অন্তত শতাধিক ফোনকল করেছেন। আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। রাজধানীর সবগুলো ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনিসুর রহমান বলেন, ‘পাইপ লিকেজ হওয়া এলাকাগুলো হলো- মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, রামপুরা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকা। আমরা এসব এলাকায় মাইকিং করার প্রস্তুতি নিচ্ছি। কেউ যেন অকারণে লিকেজের আশপাশে আগুন না জ্বালায়।’
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও কারিগরি দল বিষয়টি নিয়ে কাজ করছে।
নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার এবং যার যার বাসার গ্যাসের চাবি বন্ধ রাখতে পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।