গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধান কাঁচামাল উৎপাদন বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সরবরাহ লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর আগে, কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর রোববার কারখানায় আবার উৎপাদন শুরু হয়। তবে মঙ্গলবার ফের গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
সিইউএফএলের মহাব্যবস্থাপক মইনুল হক জানান, গ্যাস না পাওয়ায় কারখানার সার উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে সিইউএফএলের সরবরাহ লাইনে গ্যাসের চাপ কমে গেলে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিইউএফএল কর্তৃপক্ষ জানায়, কারখানাটি প্রতিদিন ১ হাজার ৭০০ টন সার উৎপাদন করতে পারে। কারখানার সর্বশেষ দৈনিক উৎপাদন ছিল প্রায় ১ হাজার ২০০ টন।