প্রচ্ছদ ›› জাতীয়

গ্যাস সরবরাহে বাপেক্সকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২২ ১২:৫১:৫৬ | আপডেট: ৩ years আগে
গ্যাস সরবরাহে বাপেক্সকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান
এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। টিবিপি ছবি

গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের জন্য শক্তি নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাপেক্স ৭০ শতাংশ গ্যাস উৎপাদন হলেও আমরা তা থেকে পর্যাপ্ত পরিমাণে পাই না। কিন্তু অন্যান্য কোম্পানি থেকে ৩০ শতাংশ গ্যাস উৎপাদিত হলেও আমরা তাদের কাছ থেকে প্রায় ৬০ শতাংশ পাই।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য আমাদের কম খরচে জ্বালানি সরবরাহ প্রয়োজন। বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু করা উচিত। এ ক্ষেত্রে পরিবেশের দিকে লক্ষ্য রেখে সৌরবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করতে পারি, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র ও ভারতের মতো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করতে পারি।’

জসিম বলেন, আমাদের আমদানি নির্ভরতা কমাতে হবে এবং গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে হবে। এ সময় মিয়ানমারের মতো বঙ্গোপসাগর থেকে গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।