গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার ডিউটি অফিসার শহীদুল ইসলাম বিজনেস পোস্ট’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই শহীদুল বলেন, সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।