প্রচ্ছদ ›› জাতীয়

চকরিয়ায় পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২৩ ১৩:২২:০০ | আপডেট: ২ years আগে
চকরিয়ায় পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বরইতলী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সবুজপাড়া এলাকার নাজিম উদ্দিনের সন্তান মোছাম্মদ তাবাচ্ছুম (১) ও মোহাম্মদ সাবিদ (৫)।

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাইছার হামিদ বলেন, নাজিম উদ্দিনের বাড়িটি পাহাড়ের পাদদেশে। দীর্ঘ সাত থেকে আট বছর ধরে মাটির ঘর তৈরি করে সেখানে বসবাস করছিলেন নাজিম।

বিকালে বাড়িতে তার দুই শিশু ঘুমাচ্ছিল। নাজিম উদ্দিন ও তার স্ত্রী বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় পাহাড় ধসে পড়লে ওই দুই শিশু মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, শিশু দুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।