প্রচ্ছদ ›› জাতীয়

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৩ ১৭:১৬:১৭ | আপডেট: ২ years আগে
চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে চকরিয়ার বানিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ৩নং ওয়ার্ডের আমতলী পাড়ার মো.বশির আলমের ছেলে মো.আরমান শাকিল (২৪) এবং একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো.আবু মোছার ছেলে মো.ইসমাইল সিদ্দীকি (৩৫)।

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল আরোহী আরমান ও ইসমাইল মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে যাত্রীবাহী বাসটি আমতলী এলাকায় পৌঁছলে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গ্রীন লাইন পরিবহনের বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।