চট্টগ্রামের বাকলিয়ার তুলাতলি বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে তুলাতলি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ও নন্দনকানন স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ৷
তিনি আরও বলেন, আগুনে বেশ কিছু বস্তিঘর পুড়ে গেছে। তবে স্থানীয়দের দাবি, আগুনে নিম্ন আয়ের মানুষের ৩০ থেকে ৪০টি ঘর পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।