চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় পাহাড় কাটার সময় ভূমিধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলতলীঘোনা এলাকায় এই ধসের ঘটনা ঘটে। এর পরপরই সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে রাত সাড়ে ৮টায় সেনাবাহিনীর একটি সার্চ অ্যান্ড রেসকিউ এবং একটি মেডিকেল দল মোতায়েন করা হয়।
এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।
পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোনো নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় শুক্রবার রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যগণ পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।