প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামে আগুনে ১০ দোকান পুড়ে ছাই, ঘুমিয়ে থাকা বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৩:১৫ | আপডেট: ২ years আগে
চট্টগ্রামে আগুনে ১০ দোকান পুড়ে ছাই, ঘুমিয়ে থাকা বৃদ্ধের মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আন্দরকিল্লার একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে ১০ দোকান পুড়ে গেছে। এ ঘটনায় মো. ইদ্রিস (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আন্দরকিল্লার সমবায় মার্কেটে একটি প্রিন্টিং প্রেসের দোকানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দরকিল্লার সমবায় মার্কেটে একটি প্রিন্টিং প্রেসের দোকানে আগুন লাগে। আগুন এর পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আন্দরকিল্লাহ এলাকার ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী জানায়, আগুনের ঘটনায় আলম ইজ্ঞিনিয়ারিংয়ের দোকানে ঘুমিয়ে থাকা মো. ইদ্রিস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগুন লাগার পর বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রিন্টিং প্রেসের দোকানের পাশে কিছু রাসায়ানিক দ্রব্যের দোকান ছিল। যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যায়। এ ঘটনায় ইদ্রিস নামে একজন মারা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, প্রথমে আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লাগে। সেখান থেকে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।