প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামে টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৩ ১৫:১৮:৫৬ | আপডেট: ২ years আগে
চট্টগ্রামে টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচল স্বাভাবিক
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকার টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আসে।

শনিবার দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। একইসঙ্গে স্বাভাবিক হয়েছে এই রুটের ট্রেন চলাচল।

এর আগে বেলা পৌনে ১টার দিকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তারপাড় এলাকার ওই টায়ার গুদামে আগুন লাগে। এ কারণে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে বা বের হতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১১ ইউনিটের চেষ্টায় টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন-  চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, আমরা দুপুর ১২টা ৪৫-এর দিকে আগুন লাগার খবর পাই। তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরবর্তী সময়ে বায়েজিদ, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ঢাকা থেকে আসা সোনার বাংলা আগুনের কারণে স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।