চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা সবাই সম্ভবত পর্যটক এবং মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফিরছিলেন। এ ছাড়া আহতদের স্থানীয়র একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমনের ৫ যাত্রী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটিতে থাকা যাত্রীরা খৈয়াছড়া ঝর্না দেখে ফিরছিলেন। দুপুর দুইটার দিকে বড় টাকিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন যাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।