প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৩ ১৩:৪৮:১১ | আপডেট: ১ year আগে
চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীতে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২৭ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পাচঁলাইশ থানার ষোলশহর এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার মেয়ে শিশু বিবি জান্নাত (৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আশিক জানান, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পাহাড় ধসে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল থেকে জানা যায়, সকালে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনিতে পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

একটি বসত ঘরে ঘুমন্ত সদস্যদের উপর পাহাড় ধসে পড়ে। এতে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।