প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামে লরিচাপায় ৩ শ্রমিক নিহত

টিবিপি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩ ১৬:৩৩:৪৩ | আপডেট: ১ year আগে
চট্টগ্রামে লরিচাপায় ৩ শ্রমিক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার তালবাড়িয়া বিসিক সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জনকে চাপা দিলে ৩ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মো. আলমগীর প্রকাশ আলম (৪৫), মো. শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া (৩৫)। আহত অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে স্থাপন হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন। এখানে কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪ শ্রমিক সড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন।

এ সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে লরির চাপায় ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে মীরসরাই স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মীরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এ সময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।