প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি ৬ ক্যাঙ্গারু ও ৬ লামা

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২২ ১৯:৩৮:১৭ | আপডেট: ২ years আগে
চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি ৬ ক্যাঙ্গারু ও ৬ লামা

চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হয়েছে হল্যান্ড থেকে আনা ছয়টি ক্যাঙ্গারু ও ছয়টি লামা।

শুক্রবার ভোর ৫টায় এসব নতুন প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির অর্ধসহস্রাধিক পশু ও পাখি আছে।

পশুর মধ্যে আছে- সিংহ, পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, সজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি।

এছাড়াও রয়েছে ময়ূর, উটপাখি, ইমু, তিতির, টিয়া, চিল, শকুন, টার্কি, পায়রাসহ একটি পক্ষীশালা এবং প্রচুর অজগর সাপ।

এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় আফ্রিকা থেকে আমদানি করা রয়েল বেঙ্গল টাইগারের দম্পতি। আর এই রাজ-পরীর ঘরে জন্ম নেয় বিরল প্রজাতির চারটি সাদা শাবক।