প্রচ্ছদ ›› জাতীয়

চলন্ত লঞ্চে যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২২ ১১:২৬:১০ | আপডেট: ৩ years আগে
চলন্ত লঞ্চে যাত্রীর মৃত্যু
পুরোনো ছবি

বরগুনার বেতাগী থেকে ঢাকা আসার পথে লঞ্চে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার পরে এ ঘটনা ঘটে।

মৃত ওই যাত্রীর সঙ্গে কোনো স্বজন না থাকায় তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।

এক প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, লোকটি বসা অবস্থায় ছিলেন, হঠাৎ তিনি মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ এসে জানায়, লোকটি মারা গেছেন।

শাহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো. শরিফ জানান, বরগুনা থেকে ঢাকা আসতে আটটি ঘাটে যাত্রী তুলতে লঞ্চ থামানো হয়। কোন ঘাট থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চিত না।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে অজ্ঞাত লাশটি হস্তান্তর করেন শাহরুখ-২ লঞ্চের কর্মকর্তরা।